Monday, June 22, 2020

The story began of lose-4


                                                      15th August 2018, approximately 11 pm. The body is tired from working all day. As soon as I entered the house, I lay down on the sofa. I lay down on the bed on my left side and lay down. Five in several minutes and came near me. As soon as I turned my face towards him, he put his lips on my lips. After an hour, the inside of my chest started to cry. I feel the same. Nothing I have heard or seen since learning to understand.
                                                  
 .......................................................................................................................................
            হারানোর গল্প শুরু - ৪
.......................................................................................................................................

15ই আগষ্ট ২০১৭, আনুমানিক রাত ১১টা। সারাদিনের পরিশ্রমে শরীর ক্লান্ত।ঘরে ঢুকেই সোফায় গা এলিয়ে বসে পড়লাম।আমি বিছানায় শুয়ে পড়লাম আমার বাম পাশে ও শুয়ে পড়লো। মিনিট পাচঁ গড়াতেই ও আমার কাছাকাছি এসে গেলো। আমি ওর দিকে মুখ ফেরাতেই ও আমার ঠোটে ঠোট রাখলো।ঘন্টা খানেক পর আমার বুকের ভিতরটা ঠুকরে কেদে উঠলো। আমি একি অনুভব করছি। বুঝতে শেখার পর থেকে যা শুনেছি দেখেছি তার কিছুই না।

Sunday, June 21, 2020

The story began to lose - 2


 Starting from seeing the girl, all the work of marriage is done in different houses. Nani has fulfilled all the responsibilities of Mama Mami and Murabbi. One of Jannat's uncles was dead. There are three uncles but they have not met much.
 
On the wedding day, the three uncles were seen only like the moon of Eid.    

The cabin was simply completed. Everyone left leaving me here. Jannat and I got into an auto and drove to their rented house. This is my first visit to their house. Tinshet is an old house. After crossing some mud, I reached their house. I sat on the sofa. Jannat said I have not changed the saree, you sit down. The saree was replaced by a three-pitch. It doesn't look like he got married today. He is walking inside the house as usual.

I also don't think that the girl in front of me is my wife. It seems that I am sitting quietly with a guest who came to visit their house. My eyes fell on the bed in front of the sofa. There are two roses and a donkey hanging on the bed around the bed. The house is also silent. There is no sign of anyone getting married in this house. The environment is difficult to explain in words.

At 10:30 pm, Jannat said, will you eat something? I did not say. Jannat gave me a new lungi. I put on my lungi and got ready to go to bed. It's just a gentle breeze, a storm is yet to come ......................



                                                                                                                                                                                                                                                                                                             
.................................................................................................................................................
                 হারানোর গল্প শুরু 

মেয়ে দেখা থেকে শুরু করে বিয়ের সকল কাজ সম্পন্ন হয় নানা বাড়ি। মামা মামী ও মুরব্বি হিসাবে নানীই সকল দায়িত্ব পালন করেছেন। জান্নাতের এক চাচা ছিল তিনি মারা গেছেন। তিন ফুফু আছেন কিন্তু তাদের সাথে তেমন সাক্ষাত হয়নি।
বিয়ের দিন শুধুমাত্র ঈদের চাঁদের ন্যায় দেখা গিয়েছিল তিন ফুফুকে।
সাদামাটাভাবে কাবিন সম্পন্ন হলো। আমাকে এখানে রেখে সবাই চলে গেলো। আমি আর জান্নাত একটি অটোতে চেপে ওদের ভাড়ার বাসায় রওনা হলাম।ওদের বাসায় এটাই আমার প্রথম যাওয়া।টিনশেট পুরাতন একটি বাড়ি। কিছুটা পানি কাদার পেরিয়ে অন্যর বাড়ির ‍উপর দিযে ওদের বাসায় পৌছালাম। আমি সোফায় বসলাম। জান্নাত বলল আমি শাড়িটা বদলে নেই তুমি বসো। শাড়িটা বদরে থ্রিপিচ পড়লো।ওকে দেখে মনে হচ্ছে না যে, আজ বিয়ে হয়েছে।স্বাভাবিক ভাবেই ঘরের ভিতর হাটাচলা করছে। আমারও মনে হচ্ছে না আমার বিয়ে হয়েছে সামনের ঐ মেয়েটি আমার স্ত্রী।মনে হচ্ছে আমি ওদের বাসায় বেড়াতে আসা কোন অতিথী চুপচাপ বসে আছি।চোখ পড়লো সোফার সামনে খাটের দিকে। খাটের চারপাশে ফাকা ফাকা করে সুতায় দু,একটা গোলাপ ও গাধা ফুল ঝুলছে।বাড়িটাও শুনশান নিরবতা। এই বাড়িতে কারো বিয়ে হয়েছে এমন কোন চিহ্নই নাই।পরিবেশটা ভাষায় বোঝানো কঠিন।

রাত সাড়ে ১০টার দিকে জান্নাত বললো, তুমি কি কিছু খাবে ?
আমি বললাম না।
জান্নাত আমাকে নতুন একটি লুঙ্গি দিলো।আমি লুঙ্গি পড়ে বিছানায় যাবার জন্য তৈরি হলাম।
এইটা শুধু মৃদু হাওয়া, ঝড় তুফান এখনো বাকি...................... 


Corona is a silent killer for children


On March 7, the first coronavirus was found positive in Bangladesh. All schools have been closed since then. At present, the world of children is a four-walled verandah and a roof. You don't see them hanging out with your classmates anywhere. Disruption is happening in the intellectual development of children. Before returning from school, he used to be busy with class coaching and batches. At present, the children are sitting at home and listening to the online briefing for hours on end. Experts believe that this has adversely affected the mental development of children.


করোনা শিশুদের জন্য নিরব প্রানঘাতি

মার্চের ৮তারিখে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।
সেই থেকে সকল স্কুল বন্ধ। বর্তমানে শিশুদের পৃথিবী হচ্ছে চার দেয়াল বারান্দা এবং ছাদ।দেখা হয়না ক্লাসের বন্ধুদের সাথে ঘোরা হয়না কোথাও।
ব্যঘাত ঘটছে শিশুদের মেধাবিকাশে। আগে স্কুল থেকে ফিরে ক্লাসের কোচিং , ব্যাচ নিয়ে ব্যস্ত থাকতো।
বর্তমানে শিশুরা ঘরে বসে ঘন্টায় ঘন্টায় শুনছে অনলাইন ব্রিফিং আরও শুনছে অভাব অনাটনের ফিরিস্তি। এতে করে শিশুদের মানষিক বিকাশে বিরুপ প্রভাব পড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Saturday, June 20, 2020

The story began to lose



When the small ferry named life came to the pier called Sansar, I realized what life is. On 15th August, I organized a big event and bought the permanent pain of life. Back Kujo people may have seen everyone. It can't be cut just like that, it can't be cut straight.

The day started with a lot of hope. But the depths of the night are an unrealistic gift waiting for me. My life's shattered dream was shattered in a moment. I don't understand where I am. Is it the deep sea or the Dhudhu desert mirage. On this night of 15th August, the paradise of my imagination is swept away by the unknown stream of pain.


As the magnet repels its opposite pole, so happiness is always repulsed from me. The train of conflict has not stopped from that moment till today. I drowned in the abyss of sorrow.


..........................................................................................................................................................
                                         হারানোর গল্প শুরু
.........................................................................................................................................................                                                                                                                                                                                     
জীবন নামের ছোট্ট খেয়া যখন সংসার নামক ঘাটে গিয়ে ভিড়লো তখন বুঝতে পারলাম  জীবন কাকে বলে।১৫ই আগষ্ট বড় আয়োজন করে কিনে আনলাম জীবনের স্থায়ী যন্ত্রনা। পিঠ কুজো মানুষ হয়তো সবাই দেখেছেন। এটাও ঠিক তেমন না যায় ছেটে ফেলা না যায় সোজা হযে দাড়ানো।
অনেক আশা উদ্দিপনার মধ্যে দিয়েই শুরু হয়েছিল দিনটি। কিন্তু রাতের গভীরতা আমার জন্য অপেক্ষমান অবাস্তব এক উপহারে।
মুহূর্তের মধ্যে ভেঙ্গে গেলো আমার জীবনের সাজানো স্বপ্ন।আমি যে কোথায় আছি বুঝতে পারছিনা। এটা কি গভীর সমুদ্র নাকি , ধুধু মরুভূমি মরিচিকা ।১৫ই আগষ্টের এই রাত আমার কল্পনার র্স্বগকে ভাসিয়ে নিয়ে যায় অজানা বেদনা স্রোতে।
চুম্বক যেমন তার বিপরীত মেরুকে বিকর্ষন করে, সুখ তেমনি সবর্দা আমার থেকে বিকর্ষিত।সেই দেনমোহর থেকে শুরু করে আজ অবদি থেমে নাই দ্বন্দের রেলগাড়ি।ক্ষনে ক্ষনে সামান্য সময়ের জন্য ষ্টেশনে দাড়ালেও সুখ নামের যাত্রীর দেখা মেলেনা।পৃথিবীর প্রতিটি মানুষ সংসার বাধে সুখের আশায় আর আমি চিরদিনের মতো ডুবে গেলাম দুখের অতলে।

It's going on

 I'm sorry I haven't been able to post anything for quite some time.



Anyway, yesterday 19th June Jannat is sitting on the balcony calling me. Come on, let me show you something. I was making tea with cardamom, cloves, black pepper, cinnamon, and ginger. I am on the balcony responding to the call of paradise. Tell me what happened? Did you see a bedsheet dried on that balcony? Yes, you see.


You can buy me a sheet like that. Well, I'll give it to you. I was leaving the balcony when Jannat said. I have to go to the market. You will not buy it alone. I said okay.
Jannat said- why don't you go out with me one more time? For the sake of not catching any of your mischiefs. I wanted to leave without any answer.


Jannat said again what should have happened or did I say? It hit me. I just said it's no use. Fix the usage. Jannat: I'm right, I have nothing to do with your pain. I said, "Have you ever seen a girl on my phone today in her three years of marriage?" He said - I have not seen. When I was a Reb outside of me, did you ever see me talking to a girl or a girl talking to me? I haven't seen Jannat say that. Then why do you disturb the world by falsely suspecting me?

He turned his face away without answering.

...............................................................................
খুড়িয়ে খুড়িয়ে চলছে
...............................................................................


আমি বেশ কিছু দিন ধরে কিছু পোষ্ট করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত । করোনা ভাইরাসের প্রাদুভার্বে কয়েক মাস বেতন না পাওয়ার কারনে। আমি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিলাম।

যাইহোক, গতকাল ১৯ শে জুন জান্নাত বেলকনিতে বসে আমাকে ডাকছে। জলদি আসো একটা জিনিস দেখাবো তোমাকে । এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি এবং আদা দিয়ে আমি চা তৈরি করছিলাম। জান্নাতের ডাকে সাড়া দিয়ে আমি বেলকনিতে .
কি হয়েছে বলো ?
ঐ বেলকনিতে দেখেছো একটা বিছনার চাদর শুকাতে দেয়া ?
হ্যা দেখেছি।
আমাকে ঠিক ঐধরনের একটা চাদর কিনে দিবে ।
আচ্ছা ঠিক আছে দিবো।বলে আমি বেলকনি ছেড়ে চলে আসছি এমন সময় জান্নাত বললো। আমাকে বাজারে নিয়ে যেতে হবে। তুমি একা একা কিনবে না।
আমি বললাম আচ্ছা।
জান্নাত বলল- আমাকে নিয়ে বেশি একটা বাইরে বের হওনা কেন? তোমার কোন অপকৃতি ধরা না পড়ে যায় সে জন্য।
আমি কোন উত্তর না দিয়ে চলে আসতে চাইলাম।
জান্নাত আবার বলল কি হলো উচিত কথা বলে ফেললাম নাকি ? গায়ে লেগে গেলো।
আমি শুধু বললাম এটা কোন ব্যবহার না। ব্যবহার ঠিক করো।
জান্নাত- আমি ঠিকই বলেছি তোমার কষ্ট লাগলে আমার কিছু করার নাই।
আমি বললাম- আজ তিন বছরের সংসারে তুমি কখনো দেখেছো যে আমার ফোনে কোন মেয়ে মানুষের ফোন এসেছে?
ও বলল -না দেখিনি।
যখন আমার বাইরে রেব হই তখন কোনদিন দেখেছো যে, আমি কোন মেয়ে মানুষের সাথে কথা বলেছি বা আমার সাথে কোন মেয়ে মানুষ কথা বলেছে।
জান্নাত বলল না তাও দেখিনি।
তাহলে মিছেমিছি আমাকে সন্দেহ করে সংসারে অশান্তি করো কেন ?
কোন উত্তর না  দিয়ে মুখ ঘুরিয়ে বসে থাকলো।

                                                                                                                                               
                                                                                                                                                         

শুধু সন্তানের জন্য

 আমি চরম অসহায়। জীবন যুদ্ধে যার সাথে মাঠে নেমেছি  সেই আমার প্রতিদ্বন্দি। সে আর কেউ নয় আমার স্ত্রী। কেন বলছি কারন, আমার আয় করা টাকা থেকে বছরে...