Saturday, June 20, 2020

The story began to lose



When the small ferry named life came to the pier called Sansar, I realized what life is. On 15th August, I organized a big event and bought the permanent pain of life. Back Kujo people may have seen everyone. It can't be cut just like that, it can't be cut straight.

The day started with a lot of hope. But the depths of the night are an unrealistic gift waiting for me. My life's shattered dream was shattered in a moment. I don't understand where I am. Is it the deep sea or the Dhudhu desert mirage. On this night of 15th August, the paradise of my imagination is swept away by the unknown stream of pain.


As the magnet repels its opposite pole, so happiness is always repulsed from me. The train of conflict has not stopped from that moment till today. I drowned in the abyss of sorrow.


..........................................................................................................................................................
                                         হারানোর গল্প শুরু
.........................................................................................................................................................                                                                                                                                                                                     
জীবন নামের ছোট্ট খেয়া যখন সংসার নামক ঘাটে গিয়ে ভিড়লো তখন বুঝতে পারলাম  জীবন কাকে বলে।১৫ই আগষ্ট বড় আয়োজন করে কিনে আনলাম জীবনের স্থায়ী যন্ত্রনা। পিঠ কুজো মানুষ হয়তো সবাই দেখেছেন। এটাও ঠিক তেমন না যায় ছেটে ফেলা না যায় সোজা হযে দাড়ানো।
অনেক আশা উদ্দিপনার মধ্যে দিয়েই শুরু হয়েছিল দিনটি। কিন্তু রাতের গভীরতা আমার জন্য অপেক্ষমান অবাস্তব এক উপহারে।
মুহূর্তের মধ্যে ভেঙ্গে গেলো আমার জীবনের সাজানো স্বপ্ন।আমি যে কোথায় আছি বুঝতে পারছিনা। এটা কি গভীর সমুদ্র নাকি , ধুধু মরুভূমি মরিচিকা ।১৫ই আগষ্টের এই রাত আমার কল্পনার র্স্বগকে ভাসিয়ে নিয়ে যায় অজানা বেদনা স্রোতে।
চুম্বক যেমন তার বিপরীত মেরুকে বিকর্ষন করে, সুখ তেমনি সবর্দা আমার থেকে বিকর্ষিত।সেই দেনমোহর থেকে শুরু করে আজ অবদি থেমে নাই দ্বন্দের রেলগাড়ি।ক্ষনে ক্ষনে সামান্য সময়ের জন্য ষ্টেশনে দাড়ালেও সুখ নামের যাত্রীর দেখা মেলেনা।পৃথিবীর প্রতিটি মানুষ সংসার বাধে সুখের আশায় আর আমি চিরদিনের মতো ডুবে গেলাম দুখের অতলে।

No comments:

Post a Comment

শুধু সন্তানের জন্য

 আমি চরম অসহায়। জীবন যুদ্ধে যার সাথে মাঠে নেমেছি  সেই আমার প্রতিদ্বন্দি। সে আর কেউ নয় আমার স্ত্রী। কেন বলছি কারন, আমার আয় করা টাকা থেকে বছরে...