Wednesday, November 5, 2025

নালিশ ছাড়া আর কোন মুরদ আছে ??

 প্রতিদিনের একটা ঘটনা। সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগে একবার মায়ের হাতে মাইর খেতে ও গালি গালাজ শুনতে হবে। আর একবার সন্ধ্যার সময় পড়তে বসলে। মাত্র ৭ বছরের শিশু মেয়ে সে। সকালের কারন টা হলো মেয়েটা ঘুম থেকে দেরি করে ওঠে। তাই স্কুলে যেতে স্বাভাবিক দেরি হবে। 
আমাদের মেয়েটা যখন কাজেকর্মে খুব স্লো তাই মেয়েকে আগে থেকে রেডি করাটা বু্দ্ধিমানের কাজ। আমি সকালে ৮টার দিকে মেয়েকে ডাকলে অর্নি আমাকে বলে ও ঘুম ভাঙ্গাচেছা কেন ? এখনো অনেক দেরী।

অর্নি মেয়েকে ঘুম থেকে ডাকা শুরু করবে। সকাল ৯টা থেকে। মেয়ে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে নয়টা বেজে যায়। তারপর শুরু হয়ে যায় চিল্লাচিল্লি, গালিগালাজ। প্রতিদিন  এই নিস্পাপ শিশুটিকে কাদতে কাদতে স্কুলে যেতে হয়ে। আমি অর্নিকে হাজার বার বুঝিয়েছি যে, মেয়েটির সাথে প্রতিনিয়ত এমন ব্যবহার করে না। ওর আমরা ছাড়া কে আছে ? কে শোনে কার কথা উল্টো আমাকে বলে তুমি মেয়েটা নষ্ট করে ফেলছো।

আমি আবার বলি শোনো তুমি ওর সাথে যেমন ব্যবহার করবা ও সেই রকম ব্যবহার শিখবে। তুমি মেয়ের সাথে যতটা নমনীয় ভালো ব্যবহার করবা ও তোমার আমার সাথেও তেমন ব্যবহার করবে কারন এখন ওর শিখার বয়স, অনুকরন করার বয়স। 

মনে হয় আমার কথাগুলো ওর কানের পাশ থেকে গেছে, ভিতরে ঢোকেনি। পরের দিন সেই একই ঘটনার পূনরাবৃত্তি। মেয়েটি অশ্রুভেজা চোখে আমার কাছে এসে বলছে, বাবা দেখেছো মা আমার সাথে প্রতিদিন কেমন করে ?

আমি বললাম বাবা তুমি আল্লাহকে বলো যে, আল্লাহ যেন ওকে বুঝ দান করে। আর এটা ওর বংশীয় স্বভাব, প্রতিদিন নিয়ম করে তোমাকে আমাকে নিযার্তন না করলে ওর পেটের ভাত হজম হয়না। 

আমার ভালো কথা অর্নির কানে না গেলেও এই কথা ঠিকই বাতাসের আগেই পৌছে গেল তার কর্নগুহরে। ছুটে এসে অর্নি আমাকে বলছে , তোর মতো স্বামী আমার লাগবে না, তু্ই মরতে পারিস না। জানোয়ারের বাচ্চা।

আমি বললাম এই রকম রিএক্ট করার মতো কথা আমি তোমাকে বলিনি। 

অর্নির উত্তর দিল তোকে তালাক দিলাম, তুই আমার কেউ না। এক তালাক, দুই তালাক, তিন......।

আমি তখন কাপড় আয়রন করছিলাম, রাগে ক্ষোভে ওকে ভয় দেখিয়ে বললাম, এই টা মুখে ঠেসে ধরলে মুখের ব্যবহার ঠিক হয়ে যাবে। 

তারপর আমি আমার ছোট মামা শ্বশুরকে ফোন করে বললাম যে, আপনার ভাগ্নির ব্যবহারতো দিন কে দিন খারাপ হতে যাচ্ছে ওকে নিয়ে ঘর সংসার করা তো সম্ভব হচ্ছে না। 

মামা বললো আমি সামনের সপ্তাহে ঢাকা আসছি তোমাদের ওখানে সেই পর্যন্ত একটু কষ্ট করো। মামা মনে হয় পরের দিন অর্নিকে ফোন করে বলেছে। 

আমি বাসায় যাবার সাথে সাথে শুধু নালিশ করতে পারে, আর কোন মুরদ নাই। আমি দীর্ঘ কয়েক বছর ওর কথার তেমন কোন উত্তর দেই না। কারন এই ৮ টা বছর ওকে অনেক বুঝিয়েছি, বকেছি, গায়ে হাত তুলেছি, বিছানা আলাদা করে দিয়েছি। কোন কিছুতে কোন কাজ হয় না।  

অর্নি এবং অর্নির পরিবার পরিজন আমাকে নিয়ে সমালোচনা করতে পারবে। যেমন খুশি তেমন গালিগালাজ করতে পারবে। কিন্ত অর্নি সম্পর্কে তাদের কিছু বললে , তাদের অগোচরে উত্তর জামাই ভালো না , নালিশ করে। 

 যার জীবনে একটি খারাপ বউ পড়েছে সেই জানে যে,  একটা পুরুষের জীবন , একটি পরিবার,  একটি সমাজ ধ্বংস করতে আর কিছু লাগে না । একটি মেয়েই যথেষ্ট। একটি সুস্থ সার্মথ্য পুরুষ মানুষ অল্প দিনের মধ্যে পাগল হয়ে যেতে পারে শুধু মাত্র  একটি বাজে বউয়ের অত্যাচারে। বাংলার মানুষ শুধু বলে ‘‘নারী নির্যাতন, নারী নির্যাতন” কিন্তু একটি সাধারন পুরুষ মানুষ যে কতোটা নির্যাতিত  তা ভাষায় প্রকাশ করার মতো না। পুরুষ না পারে কাউকে বলতে , না পারে সইতে।

স্বামীকে তার পরিবার সম্পর্কে মিথ্যা মিথ্যা বানিয়ে বানিয়ে বলে কিভাবে বিষিয়ে তুলতে হয় সেটা তার মার কাছ থেকেই শিখে আসে।  এই ধরনের বউদের একটু লজ্জা ঘৃনা থাকে না। এদের কোন নাম দেয়ার মতো নাই। হয়তো পৃথিবীতে এতো নিকৃষ্ট নাই এখনো হয়নাই। যা এদের দেয়া যায়।

Monday, November 3, 2025

থেমে নেই মানুষ রুপি অমানুষের চোহারার ভেল্কি

 বহুদিন ধরে লেখা বন্ধ করে দিয়েছি কারন আর লিখতে মন চায় না। তারপর কিছু ঘটনা লিখে রাখছি কালের সাক্ষী করে। আমার এই সন্তান যেন একদিন বুঝতে পারে ওপর মুখোর দিকে চেয়ে আমি কতোটা কষ্ট, যন্ত্র্রনা সহ্য করেছি। 

আজ ৪ নভেম্বর ২০২৫।  

এক রোযার সময় ঢাকার বন্ধুদের ইফতার পার্টি দাওয়াতে আমি উপস্থিত হতে গিয়েছি। ইফতারের সামান্য আগে অর্নি আমাকে ফোন দেয়। ইপতারের আগে তাই আমি খুব কৌতুহলী হয়েই ফোন রিসিভ করি। ফোন রিসিভ করা মাত্র অর্নি গালিগালাজ শুরু।  অতো মানুষের মাঝে আমি কোনো উত্তর দিতে না পেরে মানরক্ষার্তে, আচ্ছা, ঠিক আছে, পরে কলেজ দিচ্ছি ইত্যাদিবলে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম,  আর ফোনের ওপাশ থেকে একের পর এক গালি আসতে লাগলো। এ ঘটনার পর একজন মানুষের অবস্থা কি হতে পারে বুঝতে পারেন। বুঝতে পারেন এই নির্্যাতিত মানুষটির কষ্ট। 

আমার অপরাধ ছিলো,  আমি আমার মরা বাপের নামে ২০০০/- টাকা ইফতার বাবদ দান করেছি। 

তারপর আমি আমার শ্বশুরকে ফোন দিয়ে সব ঘটনা বলি, রাগে, দুঃখে এটাও বলি যে, যে মেয়ে তার স্বামীর মৃতু বাবা সম্পর্কে এমন কথা বলতে পারে সে জারজ সন্তান ছাড়া মানুষের সন্তান হতেই পারে না।


আমার শ্বশুর এবং শাশুড়ী  তাদের মেয়েকে শাসন করা বা বুঝানোর ধারে কাছে না গিয়ে উল্টো মেয়েকে নালিশ করেছে যে জামাই তোর নামে আজেবাজে কথা বলেছে। 

এরপর ঈদের সময় অর্নিকে হাতে ধরেও বাড়ি নেয়া গেল না। বলে রাখা ভালো যে আমি বাড়ি যাই শুধু দুই ঈদে। তাও বন্ধ। আশায় ছিলাম কুরবানিতে বাড়ি যাবো। কিন্তু সে সময় ঘটালো আরো নিকৃষ্টতর ঘটনা। 

আমার আম্মা হজ্জে যাবে তাই  ভাবলাম আমার সামান্য আয় থেকে যদি আম্মাকে একটু সহযোগিতা করি তাহলে দোয়া পাবো, তাছাড়া আম্মাকে একটু সাহ্যয্যে করতে পারলে ভালো লাগবে। তাই অর্নিকে বললাম আম্মা আজ হজ্জে যাচ্ছে হাজার দেক টাকা দিয়ে সহযোগিতা করি।  তারপর আর বলতে হবেনা হয়তো বুঝতেই পারছেন। সবথেকে নিকৃষ্ট কথা ছিলো হুবহু এমন- তুই আর ঘরে আসবি না। রাস্তায় গাড়ির তলে,  ট্রেনের তলে মর।

 আমি কষ্টে নরম সুরে বললাম তুমি কি বলো এগুলো।

অর্নি উত্তরে বললো, আজ থেকে তুই তোর মার সাথে শুবি, আমার ধারে আসবি না। 

আমার মনে হয় সতি বা বৈধ মায়ের সন্তান কোনো মাকে নিয়ে এমন বলতে পারে না।

এতো বছর ধরে বিনা চাওয়ায় শুধু ওকে ক্ষমা করে যাচ্ছি। আমি ওকে যত ক্ষমা করি ওর অন্যায় ততই বেড়ে চলেছে। কিন্তু শুধু মেয়েটার জন্য বড় সিদ্ধান্ত  নিতে পারিনা। 

তার কিছুদিন পর আমার আম্মার চোখে সমস্যা হলো, চোখে ঘোলা ঘোলা দেখছে। খুবই খারাপ অবস্থা। আমি বললাম ঢাকায় আমার কাছে আসেন ডাক্তার দেখাই। আম্মা বলল আমি ঠিক মতো দেখতে পাইনা, একা একা কিভাবে আসবো। পরে আমার মামার সাথে আম্মা ঢাকায় এলো। একদিন পর আমি আর অর্নি মেয়েকে নিয়ে স্কুলে গেলাম আম্মাকে একা বাসায় রেখে। স্কুল ছুটির পর আবার দুজন মেয়েকে নিয়ে বাসায় ফিরলাম, গেটের সামনে থেকে অর্নিকে বললাম তুমি বাসায় যাও, আমি কাচা বাজার করে নিয়ে আসি। ৩থেকে৪ পদের কাচা বাজার করে ফেরার পথে অর্নির ফোন।  ফোন ধরা মাত্র বলছে তোমার মাকে এখনি বের করো, আমি ওনার সাথে থাকতে পারবো না। এমন বাজে নোংড়া মহিলার সাথে মানুষ থাকতে পারে। 

ঘরে ডুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। অর্নির উত্তর উনি কোরআন শরীফ পড়ে তাকে না রেখে ওয়্যারড্রপের উপর রেখেছে। এটা হলো আমার মায়ের মহা অপরাধ। 

কোনোভাবেই আমার আম্মাকে আর থাকতে দিলো না। পরে আমার বড় ভাইয়ের বাসা টঙ্গি রেখে আসি আম্মাকে। 

এতো নিকৃষ্ট অন্যায় অপরাধ করার পরেও ওপর ভিতর কনো অনুশোচনা নাই, উল্টো সব দোষ আমার আমি নাকি অযোগ্য স্বামী। অবশ্যই আমি অযোগ্য, কারন ওর সব অন্যায় সহ্য করতেছি। 



নালিশ ছাড়া আর কোন মুরদ আছে ??

 প্রতিদিনের একটা ঘটনা। সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগে একবার মায়ের হাতে মাইর খেতে ও গালি গালাজ শুনতে হবে। আর একবার সন্ধ্যার সময় পড়তে বসল...