Wednesday, November 5, 2025

 যার জীবনে একটি খারাপ বউ পড়েছে সেই জানে যে,  একটা পুরুষের জীবন , একটি পরিবার,  একটি সমাজ ধ্বংস করতে আর কিছু লাগে না । একটি মেয়েই যথেষ্ট। একটি সুস্থ সার্মথ্য পুরুষ মানুষ অল্প দিনের মধ্যে পাগল হয়ে যেতে পারে শুধু মাত্র  একটি বাজে বউয়ের অত্যাচারে। বাংলার মানুষ শুধু বলে ‘‘নারী নির্যাতন, নারী নির্যাতন” কিন্তু একটি সাধারন পুরুষ মানুষ যে কতোটা নির্যাতিত  তা ভাষায় প্রকাশ করার মতো না। পুরুষ না পারে কাউকে বলতে , না পারে সইতে।

স্বামীকে তার পরিবার সম্পর্কে মিথ্যা মিথ্যা বানিয়ে বানিয়ে বলে কিভাবে বিষিয়ে তুলতে হয় সেটা তার মার কাছ থেকেই শিখে আসে।  এই ধরনের বউদের একটু লজ্জা ঘৃনা থাকে না। এদের কোন নাম দেয়ার মতো নাই। হয়তো পৃথিবীতে এতো নিকৃষ্ট নাই এখনো হয়নাই। যা এদের দেয়া যায়।

No comments:

Post a Comment

নালিশ ছাড়া আর কোন মুরদ আছে ??

 প্রতিদিনের একটা ঘটনা। সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগে একবার মায়ের হাতে মাইর খেতে ও গালি গালাজ শুনতে হবে। আর একবার সন্ধ্যার সময় পড়তে বসল...