14
১৪ই সেপ্টম্বর ২০২১
তাই আজ সকালে সাড়ে দশটার দিকে আমি আমার শ্বশুরকে ফোন করলাম বললাম। আপনাকে এমন ভাবে বলার পরেও আপনারা কেউ এলেন না। আজ ৪ দিন চার দিনে অনেক কিছু হয়ে যেতে পারে। যাই হোক আমার বোঝা হয়ে গেছে আপনি ওর কেমন বাপ।
শ্বশুর কিছু বলতে চেষ্টা করছে, বলছে শোনো, আমার কথা শোনো ।
আমি তাকে বলার সুযোগ না দিয়ে বললাম, আপনি আমার কথা মন দিয়ে শোনেন। ফোন করেছি আমি আমার কথা বলার জন্য। আপনার কিছু বলার দরকার হলে আপনি আমাকে এই চার দিনের ভিতর একবার হলেও ফোন দিতেন। উনি চুপ হয়ে গেলো।
আমি বললাম আমার কথা মন দিয়ে শোনেন - আপনারা বুলেট লাগার পর , বুলেটপ্রুপ জ্যাকেট দিবেন, দম বন্ধ হযে যাবার পর অক্সিজেন দিবেন। এটা হাস্যকার । আমার যা বোঝার বোঝা হযে গেছে। এখন আমার কথা মন দিয়ে শোনেন, ভুলে যেয়েন না।
এক- আমার বাসায় আপনাদের কারো আর আসতে হবে না, আর কখনো আসবেন না।
দুই - আমার বাড়িতে আপনার বাসার কারো কোন ফোন কল কোন দিন যেন না আসে।
তিন- আমার পরিচয় দিবেন না।
চার- জান্নাতের যদি কখনো মনে হয়ে সে তার পাতানো বাপ-মাকে দেখবে। সে চলে যাবে আমি তাকে আটকাবো না।
আমি আপনাদের অত্যাচারে পাগল হয়ে গেছি।আমি যা বলছি তার উল্টো হলে যদি কিছু বলি তখন আবার বইলেন না যে, জামাই বেয়াদব। আমার কথা শেষ। আপনার সাথে আমার আর কোন কথা নাই। বলেই ফোন কেটে দিলাম।
No comments:
Post a Comment