একজন মানুষের ব্যবহার তার অনেক বড় সম্পদ। ব্যবহার দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে , আবার ব্যবহারের কারনেই উপর থেকে নীচে নেমে যেতে ও সময় লাগে না। ব্যবধান শুধু ভালো আর মন্দর।
আপনি নিজের জায়গা থেকে বিচার করে দেখুন। মানুষের মুখের ব্যবহার বা ভাষা মানুষেকে প্রভাবিত করে, উৎসাহিত করে আবার ভূ-পাতিত করে।
হয়তো লেখাটা পড়ার পরে সবার মনে পড়ে গেছে , জীবনে ঘনে যাওয়া ভালো মন্দ ব্যবহারের কথা।
ছোটবেলা থেকে শুরু করি। আমরা যখন স্কুল বা কলেজে পড়েছি । তখন কোন এক শিক্ষকের ক্লাসে যেতেই ইচ্ছা হতো না, স্কুল জীবনে কোনো কোনো শিক্ষকের ক্লাস হয়তো ঘুমিয়েই পার করে দিয়েছি। কোনো কোন শিক্ষকের ক্লাস থেকে পালিয়ে যেতাম আবার কোনো কোনো শিক্ষকের বিদায় বেলায়, চোখের জলে বুক ভাসিয়েছি। শিক্ষক পেশাটা যেমন মহান তেমনি সম্মানেরও তাই তাদের কথা না হয় থাক।
বন্ধুদের আড্ডায় সামান্যে কথা নিয়ে অনেক মধুর বন্ধুত্ব নিমেষেই শত্রুতে পরিনত হয়েছে। ভাই-ভাই সম্পর্ক ভেঙ্গে শত্রুতে পরিনত হয়েছে এমন নজীর পৃথিবীর ঘরে ঘরে। বেশির ভাগ সংসারে ব্যবহারের কারনেই স্বামী-স্ত্রী বছরের পর বছর বিবাদ লেগেই আছে।
ধরুন আপনি কোন ভালো কাজে যাচ্ছেন, হঠাৎ দেখলেন রাস্তায় জটলা ২০/২৫ জন মানুষের একটু এগিয়ে গিয়ে দেখলেন একজন ভদ্রলোককে বেধে রাখা হয়েছে।
No comments:
Post a Comment