Monday, October 9, 2023

Wrong Train

 গতকাল ২৭.০৯.২০২৩ 

আমি সকালের কাজ কর্ম সেরে অফিস থেকে বাসায় গেলাম। ভাই তখন ঢাকার বাইরে। ঢাকার বাইরে যাবার আগে আমাকে দিয়ে নার্সারীতে ৭ পিচ গাছের অর্ডার করেছিলেন। যেভাবে ভাই বলেছিলেন সেভাবে আমিও অর্ডার করে দিয়েছিলাম। গতকাল বিকাল ৪টার সময় নার্সারী থেকে সেই ৭ পিচ গাছের মূল্যের একটি লিষ্ট পাঠায়। আমি দেখা মাত্রই সেটা ভাইয়ের হোয়াটস এ্যাপে ফরোয়ার্ড করি। আধ ঘন্টাপর ভাই ফোর করে বললেন যে, আমি তো ১০ টি গাছের মূল্য ২৫৪০০ থেকে ১২০০০ টাকা বিকাশে পেইড করেছি। আর পাবে ১৩৪০০ টাকা কন্ডিশনে দিবো। এটা কি পাঠিয়েছো তুমি ৭ টা গাছ কেন? তুমি এখনি ওকে ফোন দাও। বলো এগুলো কি ?

আমি ফোন করছি তুমি নার্সারীওয়ালা রিসিভ করছে না, হতে পারে সি বিজি আছে। ২মিনিট যেতে না যেতেই ভাই আবার ফোন কথা বলেছো। আমি বললাম ভাই আমি ফোন দিচ্ছি কিন্তু উনি ফোন ধরছে না। আবার ট্রাই করছি। শুরু হয়ে গেলো গালিগালাজ। 

পরে কয়েকবার ফোন করার পর নার্সারীওলার সাথে কথা হলো তিনি বললেন। ভূল করে ওটা আপনার কাছে চলে গেছে। 

আমার ভুল আমি জানতাম না যে, টাকা দেয়া হয়েছে। গাছের ওর্ডারও করা হয়ে গেছে। কারন ভাই ঢাকার বাইরে । ভাই নিজেই গাছের অর্ডার করেছেন। তাই ওর ভূল করে পাঠানো লিষ্টটা ভাইকে পাঠিয়েছিলাম।

No comments:

Post a Comment

শুধু সন্তানের জন্য

 আমি চরম অসহায়। জীবন যুদ্ধে যার সাথে মাঠে নেমেছি  সেই আমার প্রতিদ্বন্দি। সে আর কেউ নয় আমার স্ত্রী। কেন বলছি কারন, আমার আয় করা টাকা থেকে বছরে...