আমার মেয়ের মতো মেয়ে কোটিতে হয় কিনা সন্দেহ। আমার মেয়ে বলে বলছি না। আমার বয়সে অনেক বাচ্চা আমি দেখেছি। আত্ময় স্বজনের মধ্যে , বন্ধু বান্ধবের মধ্যে। কিন্ত আমার মেয়ের মতো এতো শান্ত শিষ্ট বাচ্চা আমি দেখিনি। ওর ক্ষুধা না পেলে ও কাদে না। তাও আবার খুব বেশি ক্ষুধা পেলে কাদে । সারাদিন একা একা খেলা করবে। নিজের মতো নিজে খেলানা নিয়ে মনের আনন্দে হইচই করতে থাকবে। উচ্চস্বরে নিজের ভাষায় কিযে গাইতে থাকে তার মাথা মুন্ডু কিছুই বুঝার সাধ্য আমার নাই।অথচ এই মেয়ের সাথে সারাক্ষন খেচখেচ করতেই থাকে জান্নাত। অফিসে থেকে বাসায় ফিরে প্রতিদিনই আমার শুনতে হয়। মেয়ের অত্যাচারে জান্নাত নাকি অতিষ্ট। অথচ আমি যতক্ষন বাসায় থাকি মেয়ে ততক্ষন আমার সাথে কতো সুন্দর খেলা করে। আহ্লাদ করে। দৌড়ে এসে গালে চুমু দিয়ে যায়। কোলে রাখতে চাইলে কোলে থাকতে চায় না। ঘরে ছুটা ছুটি খেলা ধুলা করতে চায়।
রাত যতই হোক আমি বাড়ি না ফেরা পর্যন্ত ওর ঘুম আসেনা। ওর মা অনেক বকাঝকা করে মাঝে মাঝে ঘুম পড়ায়। আমার হাতের উপর মাথা রেখে অথবা ওর মায়ের দিকে মাথা আর আমার বুকের উপর পা তুলে না দিলে মেয়ের ঘুমই আসে না।
মেয়েটার একটু সমস্যা আছে ।
No comments:
Post a Comment