Tuesday, October 19, 2021

আনজুমা-২


 আজ সকালে ঘুম ভাঙ্গলো জান্নাতের মোবাইলে দেখা নাটকের শব্দে। আমি ঘুম ভাঙ্গতেই আনজুমাকে বললাম পাখিটা ওঠো সকাল হয়ে গেছে। আনজুমা খুব তড়িঘড়ি করে  পাশ ফিরে উঠে বসে আমার কপালে গালে হাত বুলিয়ে চুমু খেয়ে বলছে ওঠো পাখি ওঠো। আমার প্রান জুড়িয়ে গেলো। মেযের এমন আচরনে। উঠে দেখি টেবিলে প্লেটে ভাত তরকারী দিয়ে রাখা আছে। আমি দাত ব্রাশ করলাম । মেয়েকে ও ব্রাশ দিলাম। আনজুমা টুটপেষ্ট খেয়ে ফেলে, তাই বেবি পেষ্ট ব্রাশে মাখিয়ে দিয়ে যতটুকু ব্রাশ করানো যায়। এটা  দাত ব্রাশ করানোর অভ্যাস তৈরির চেষ্টা । অবশ্যই অভ্যাসটা তৈরিও হচেছ। খাওয়া দাওযা সেরে,  দুটো পানির পট নিয়ে আমি অফিসে রওনা করলাম। 
 লাঞ্চ করার জন্য বাসায় গেলাম। গোসল করে নামাজ পড়ে দুপুরের খাওয়া শেষ করতে না করতে জান্নাত বললো আমার খুব ঘুম পাচ্ছে। এখন ঘুমাবো।

আমি কোন কথা বললাম না চুপচাপ খেয়ে মেয়েকে নিয়ে খেলা করতে লাগলাম ।কারন আমার ঘুম আসছে কিন্তু মেয়ের ঘুম আসছে না । তাই আমি ঘুমিয়ে গেলে ও কি করবে। এমন সময় আমার মোবাইরে নটিফিকেশন আওয়াজ হলো। জান্নাত পাশ ফিরেই বললো -মানুষকে তিলে তিলে মারায় তুমি ওস্তাদ। এক তিল শান্তি নাই সংসারে। আর এই একটা বেজাত জন্মাইছে। ওর জন্যও কোন শান্তি নাই। 
আমি কোন উত্তর না দিয়ে । আসরের নামাজের জন্য তৈরি হলাম। নামাজ শেষ করে আবার অফিসে রওনা করলাম।

No comments:

Post a Comment

শুধু সন্তানের জন্য

 আমি চরম অসহায়। জীবন যুদ্ধে যার সাথে মাঠে নেমেছি  সেই আমার প্রতিদ্বন্দি। সে আর কেউ নয় আমার স্ত্রী। কেন বলছি কারন, আমার আয় করা টাকা থেকে বছরে...