Tuesday, March 16, 2021

ব্লেন্ডার



At night I got some money from a friend. As soon as I got the money, I thought I would have to buy a blender. Saying for a few days. He is in a lot of trouble.

Most of the shops were closed at around 10 pm. I showed up at a time when Singer would close a showroom.

I said brother I will take a blender. Can you give me ten minutes?

The gentleman in the showroom said yes sir there is no problem you see.

I bought a blender for four and a half thousand rupees and returned home feeling very happy. I thought Jannat would be very happy to see it.

When I opened the door and saw the blender, Jannat's face turned black like the bottom of a pot. I said what happened.

Why not buy with me?

I said if you have something you like, tell me and I will bring it back.

He raised his hand and looked at me with big eyes and said - shut up and don't say another word.

I was very upset but could not say anything.

He didn't talk to me all night. Leaving the food in the kitchen, he says to the one-and-a-half-year-old girl, let's go to sleep. I went to the kitchen and brought food and went to bed. The girl really came to me at night and told the girl to come here. Come here.

I started to have a hard time using it but I didn't say anything. I looked silently at how.

In the morning I wake up and see. Rice on a plate and tomatoes on a plate are cooked on the veranda table. Must be eaten mashed. Anyway, I quietly started eating stuffed tomatoes. The girl came to me and said, "Daddy, Daddy, I'm trying to put rice in her mouth." And Jannat is taking the girl home from me again and again. The girl is coming to me again and again and taking me to paradise again and again. Ayan is used as the enemy of birth. Then don't say anything.

I'm sitting on the floor eating. Suddenly I saw a boiled egg fall on the side of my plate and fell on the side of the soap. I looked up and saw Jannat standing 3 hands away from me.

I said what happened?

He said what should I do?

I have no other language to write

................................................................................................................................................

 রাতে একবন্ধুর কাছথেকে কিছু টাকা পেলাম। টাকা পাওয়ার সাথে সাথে মনে হলো একটা ব্লেন্ডার কিনতে হবে। কয়েকদিন ধরে বলছে। ওর খুব কষ্ট হয়। 

রাত তখন দশটা প্রায় অধিকাংশ দোকান বন্ধ হয়ে গেছে। সিঙ্গারের একটা শোরুম বন্ধ করবে এমন সময় আমি হাজির হলাম। 

বললাম ভাই একটা ব্লেন্ডার নিবো । দশ মিনিট সময় দেয়া যাবে ?

শোরুমের ভদ্রলোক বলল িজ্বী স্যার কোন সমস্যা নাই আপনি দেখেন।

সাড়ে চার হাজার টাকা দিয়ে একটা ব্লেন্ডার কিনে খুব খুশি মনে বাসায় ফিরলাম। ভাবলাম জান্নাত  এটা দেখে খুব খুশি হবে।

দরজা খুলে ব্লেন্ডার দেখে জান্নাতের মুখখানা হাড়ির তলাম মতো কালো হয়ে গেলো। আমি বললাম কি হয়েছে। 

আমাকে সাথে না নিয়ে কিনলে কেনো ?

আমি বললাম কেনো তোমার পছন্দের কিছু থাকলে বলো ফেরত দিয়ে সেইটা নিয়ে আসবো। 

ও হাত উচু করে আমার দিকে বড় বড় চোাখ করে বললো -চুপ আর একটা কথাও বলবা না।

আমি খুব কষ্ট পেলাম কিন্তু কিছু বলতে পারলাম না।

সারারাত আমার সাথে আর কোন কথা বলেনি। খাবার কিচেনে রেখে দেড় বছরের মেয়েকে বলছে চল আমারা ঘুমিয়ে পড়ি। আমি কিচেনে গিযে খাবার এনে খেয়ে শুয়ে পড়রাম। রাতে মেয়ে আমার কাছে আসলেই ও মেয়েকে বলে এদিকে আসো। এদিকে আসো। 

ওর ব্যবহারে খুব কষ্ট পেতে লাগলাম কিন্তু কিছু বললাম না। চুপচাপ দেখতে লাগলাম কি করে। 

সকালে আমি ঘুম থেকে উঠে দেখি। বারান্দায় মেজেতে  একটা প্লেটে ভাত আর একটা প্লেটে টমেটো সিদ্ধ । ভর্তা করে খেতে হবে। যাই হোক আমি চুপচাপ টমোটো ভর্তা করে খেতে শুরু করলাম। মেয়ে আমার কাছে এসে আব্বু আব্বু করছে আমি ওর মুখে ভাত দেবার চেষ্টা করছি। আর জান্নাত বার বার মেয়েকে আমার কাছ থেকে ঘরে নিয়ে যাচ্ছে। মেয়ে বার বার আমার কাছে আসছে আর জান্নাত বারবার নিয়ে যাচ্ছে।  এযেন জনম জনমের শত্রুর মতো ব্যাবহার । তারপর কিছু বলছি না। 

আমি মেঝেতে বসে খাচ্ছি । হঠাৎ দেখলাম একটা সিদ্ধ ডিম আমার প্লেটের পাশে পড়ে ছিটকে চলে গেলো সোপার পাশে। আমি মাথা উচু করে তাকিয়ে দেখি জান্নাত আমার থেকে ৩হাত দুরে দাড়ানো। 

আমি বললাম এটা কি হলো ? 

ও বলল কি করবো প্রেটে দিতে গিয়েছি , প্রেটে পড়েনি, ঐদিকে ছিটকে গেছে। 

আমার আর কিছু লেখার ভাষা নাই।

No comments:

Post a Comment

শুধু সন্তানের জন্য

 আমি চরম অসহায়। জীবন যুদ্ধে যার সাথে মাঠে নেমেছি  সেই আমার প্রতিদ্বন্দি। সে আর কেউ নয় আমার স্ত্রী। কেন বলছি কারন, আমার আয় করা টাকা থেকে বছরে...