ধারাবাহিক -২
০৪.১০.১৯সন্ধ্যা ৭টার দিকে ১০০০ টাকা পাঠিয়ে ফোন করলাম। ফোর রিসিভ হলো না। আধ ঘন্টা পর SMS এলো “১০০০ টাকা পেয়েছি”।
আমি আর ফোন না করেই রিপ্লাই দিলাম “ওকে”
০৭.১০.১৯
দুইদিন পর হঠাৎ মহারানীর মিস কল এলো। আমি কল ব্যাক করলাম এবং ভালো ভাবেই কথা বললাম। কেমন আছো ?
ভালো।
খাওয়া দাওয়া করেছো ?
হমম করেছি।
কি যে, আহ্বালাদের কথা শুরু করলো । বুঝে উঠতে কষ্ট হচ্ছিলো।দুইদিন আগের মানুষটা হঠাৎ গদগদ হয়ে উঠলো কি মতলবে।
আমার প্রতি ওর ভালোবাসা যেন একটু বেশি বেশি উতলিয়ে উঠতে লাগলো। আহারে সে কি মিষ্টি মিষ্টি কথা। সকালে দুপুরে, রাতে এবং সকালে ফোন দিয়ে খোজ নেয় । কি খেয়েছো্ ? কি করছো ? অফিস থেকে কখন ফিরেছো ? ইত্যাদি ইত্যাদি ।
কিন্তু আমার মনের ভিতর শান্তি নাই। এটা বড় ঝড়ের কোন আলামত ?
ধুর কি যাতা ভাবছি যা হবার হবে।
এভাবে চলছে দিন ।
10.10.19
রাতে ফোন করে আবার শুরু হলো গদগদ ভালোবাসা।
আমি তখন নিজেকে সামলে রাখতে না পেরে বলেই দিলাম। হঠাৎ এতো ভালোবাসা দেখাচ্ছো এটার মেয়াদ কয়দিন থাকবে ?
জান্নাত তখন তেমন কিছুই বলল না। তবে কিছুক্ষন পরে একটা এসএমএস পাঠালো । যেটা হুবহু তুরে ধরছি।
“ আমাকে আঘাত দিয়ে কথা বোলোনা, সবার শরীর এক রকম নয়। সবাইকে আল্রাহ একভাবে তৈরি করেনি। আমি খুশি আমি যে রকম, হয়তো পারিনি শুধু তোমাকে খুশি করতে। তবে আমি চেষ্টা করছি ’’।
আমি SMS এর কোন উত্তর দিলাম না। কারন কি উত্তর দিবো। কি বলেছি আর তার পরিপেক্ষিতে এতোক্ষন পর কি বলছে।এর যতই ভালো উত্তর দিবো না কেন তার নেগেটিভ দিক বের করে ঝগড়া শুরু করবে তাই চুপচাপ থাকলাম। এই হলো উনার মূল সমস্যা ।
১১.১০.১৯
সকালে ফোন করেই বললো আমাকে নিয়ে যাও। আমি এখানে আর থাকবোনা।
অথচ কয়েকদিন আগেই বললো সামনে পরীক্ষা । পরীক্ষা শেষ করে ঢাকায় আসবে।
আমি বললামা পরীক্ষা শেষ হয়ে গেছে ?
জান্নাত -পরীক্ষা শুরুই হয়নি , তো শেষ হবে কি করে ?
আমি বললাম তাহলে ঢাকায় আসার কথা বলছো কেন ?
No comments:
Post a Comment