Wednesday, May 27, 2020

28.05.2020



On May 26, the day after Eid-ul-fitor, my father became very ill. My brother called me and said that my father's body is not very good and I have to be admitted to the clinic now. I went to Uttara High-Care Clinic and booked a cabin No. 517. Brother reached the clinic with his father around 9 pm. After completing all the procedures of the clinic, I took my father to the cabin at 10:20. It was a little windy that night. I left for home at 10:40. My younger brother Zaman stayed with my father.                                                        Brother took responsibility for all the expenses of the clinic. I ate as much as I could and Zaman stayed with my father all the time. This is how my father's treatment is going.                                                                                         


.............................................................................................................................................................
গত ২৬ শে মে , ঈদের পরের দিন আব্বা খুব অসুস্থ হযে পড়ে। ভাইয়া আমাকে ফোন করে বলে আব্বার শরীরটা বেশি ভালো না এখনই ক্লিনিকে ভর্তি করতে হবে। আমি উত্তরা হাই-কেয়ার ক্লিনিকে গিয়ে একটি ৫১৮ নং ক্যাবিন বুকিং দিলাম বুকিং দিলাম। ভাইয়া আব্বাকে নিয়ে ক্লিনিকে পৌছালো রাত ৯ টার দিকে। ক্লিনিকের সকল প্রসেস কমপ্লিট করে ১০:২০ মিনিটে আব্বাকে ক্যাবিনে নিয়ে গেলাম। সেদিন রাতে  একটু ঝড়ো হাওয়া বইছিলো। আমি ১০:৪০ মিনিটে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার ছোট ভাই জামান আব্বার কাছে থাকলো।
ক্লিনিকের যাবতীয় খরচের দায়িত্ব ভাইয়া নিলো। আমি আমার সাধ্যমত দুই বেলা খাবার দিতে লাগলাম এবং জামান সারাক্ষন আব্বার কাছে থাকলো। এভাবেই চলছে আমার আব্বার চিকিৎসা।

No comments:

Post a Comment

শুধু সন্তানের জন্য

 আমি চরম অসহায়। জীবন যুদ্ধে যার সাথে মাঠে নেমেছি  সেই আমার প্রতিদ্বন্দি। সে আর কেউ নয় আমার স্ত্রী। কেন বলছি কারন, আমার আয় করা টাকা থেকে বছরে...