Coronavirus (Covid-19) has made it impossible for all people in the world to eat and sleep. The horrible scourge of Bangladesh and Corona has ruined the lives of some people. The reason some people say is that only low-income conscious people are in serious danger.
Today is May 17th. I went to the market for a long time. I was surprised to see the unconsciousness of the people. The number of corona patients is increasing every day, along with the death procession. While I was standing in the shop, a man came and stood on my lap. I immediately moved away three hands and said, this brother, what is the problem with your head. Why did you come so close? It is very difficult for the government to do anything with lockdown unless these senseless unconscious people are aware. Besides the decision of the government, their own awareness is better.
One way to escape from Corona is to protect yourself from your own place. Many are criticizing the government for opening the market. But did they even think once? How will low-income people make a living? Two or four more people are watching each person's drink. They have to put food in their mouths. Thinking of government relief. He went from house to house looking for relief. I can be aware without criticism.
When I'm out. I don't think all people except myself are positive. If everyone thought like me, maybe one would not come close to the other. He did not push on his body. These people are again speaking against the government. Trying to prove the government's decision wrong. I think the government has relaxed the lockdown by mistake. Why are you being unconscious by mistake?
..................................................................................................................................................
নিজে বাচুন , অন্যকে বাচতে দিন
......................................................................
করোনা ভাইরাস (কোভিড-১৯) পৃথিবীর সকল মানুষের খাওয়া ঘুম হারাম করে দিয়েছে। বাংলাদেশে ও করোনার ভয়াবহ ছোবল কিছু মানুষের জীবন অতিষ্ট করেছে।কিছু মানুষ বলার কারন হলো, নিম্ম আয়ের সচেতন মানুষগুলোই শুধু মারাত্মক বিপদে আছে।
আজ ১৭ ই মে। অনেকদিন পর বাজার গিয়েছিলাম। অবাক হলাম মানুষের অসচেতনতা দেখে। প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে, সেই সাথ বাড়ছে মৃত্যূর মিছিল। আমি দোকানে দাড়িয়ে এমন সময় এক ব্যক্তি এসে আমার গাঘেষে দাড়ালো। আমি সঙ্গে সঙ্গে তিন হাত দুরে সরে গিয়ে বললাম , এই ভাই আপনার কি মাথায় সমস্যা। এত কাছে এলেন কেন ? এই সেন্সলেস অসচেতন মানুষগুলো যতদিন সচেতন না হবে ততদিন লকডাউন দিয়ে সরকারের পক্ষে কিছু করা খুব কঠিন।সরকারের সিদ্ধান্তের পাশাপাশি নিজ নিজ সচেতনতাই উত্তম।
করোনা থেকে বাচার একটি উপায় হলো নিজ নিজ স্থান থেকে নিজেকে রক্ষা করা। মার্কেট খুলে দেয়ায় অনেকে সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে। কিন্তু তারা কি একবারও ভেবেছে। যারা নিম্ম আয়ের মানুষ তাদের জীবন জীবিকা কিভাবে চলবে।প্রতিটি মানুষের পানে আরো দু,চারজন মানুষ তাকিয়ে আছে। তাদের মুখে খাবার তুলে দিতে হয়। সরকারি ত্রানের কথা ভাবছেন। কয়জন ত্রান পেয়েছে বাড়ি বাড়ি গিয়ে খোজ নিয়ে দেখেন । সমালোচনা না করে সচেতন হতে পারেন।
আমি যখন বাইরে বের হচ্ছি তখন। নিজেকে বাদে সকল মানুষকে করোনা পজেটিভ ভাবছি। আমার মতো যদি সকলে ভাবতো তাহলে হয়তো একজন আরেক জনের কাছে কাছে আসতো না। গায়ে গায়ে ধাক্কা খেত না। এই মানুষগুলোই আবার সরকারের বিরুদ্ধে কথা । সরকারের সিদ্ধান্তকে ভূল বলে প্রমান করার চেষ্টা করে। মেনেনিচ্ছি সরকার ভূল করে লকডাউন কিছুটা সিথিল করেছে। আপনি কেন ভূল করে অসচেতন হচ্ছেন।
No comments:
Post a Comment