Thursday, May 21, 2020

The way life begins

                                                                               
                             

There is no end to the beginning of events. The day was Friday, August 4, 2018. After the Jumma prayers, I come and see Jannat. Everyone in our family loved Paradise. Everyone wants to drink from my mouth. Waiting for me to say "yes". Although it was too late for me to say yes, it was not too late to decide to wear the ring. My mother opened the ring on her own hand and the incident started and ended. The day was Friday, August 4, 2018. After the Jumma prayers, I come and see Jannat. Everyone in our family loved Paradise.
His full name is Jannatul Ferdous Arni. Everyone in the house calls him Arni. I call him Jannat for short. I gave him this name out of love. Paradise is my garden of happiness. With this paradise, my birth house-house, dream happiness. A lake of cool water filled with desert life.
Jannat's own name has been heavily liked. No matter what, I have chosen the name Jannat as the essence of my heart-wrenching combination of love
What else do I have to give, I gave myself. I gave with endless love which was my savings. Paradise, I gave you more, the cloudy sky on the shores of the earth, my buttonless shirt. And the sky is white and blue clouds floating like cotton.
As soon as I saw him, my heart started pounding. Maybe the bell of the heart of paradise rang. Otherwise, mine would not have played. As the geniuses have said, one hand does not clap.

..........................................................................................
যেভাবে জীবন শুরু
....................................................................................

ঘটনার শুরু আছে শেষ নাই। দিনটি ছিলো আগষ্ট ২০১৭ শুক্রবার। জুম্মার নামাজ শেষ করে এসে জান্নাতকে দেখি। আমাদের পরিবারের সবাই জান্নাতকে পছন্দ করলো। সবাই আমার মুখের পানে চেয়ে। আমার " হ্যা" বলার অপেক্ষায়। আমার হ্যা বলতে দেরি হলেওআংটি পরানোর সিদ্ধান্ত নিতে দেরি হলো না। আমার আম্মা তার নিজের হাতের আংটি খুলে জান্নাতকে পরিয়ে দিলো
ওর পুরো নাম জান্নাতুল ফেরদৌস অর্নি  বাড়ির সবাই অর্নি বলে ডাকে। আমি ওকে সংক্ষেপে জান্নাত বলে ডাকি। ভালবেসে আমি ওকে এই নাম দিয়েছি। জান্নাত আমার সুখের উদ্যান। এই জান্নাতকে নিয়ে আমার আজন্ম ঘর-গৃহস্থলী, স্বপ্ন সুখ।  মরু জীবনে ভরা শীতল জলের সরোবর
জান্নাতের নিজেরও নামটি ভারী পছন্দ হয়েছে। কেনোইবা হবেনা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসার বহুল সমাহার এর সারমর্ম হিসেবে জান্নাত নামটি বেছে দিয়েছি।
আর কি বা দেবার আছে আমার, আমি নিজেকেই দিয়ে দিলাম। সঙ্গে দিলাম অফুরন্ত ভালোবাসা যা ছিল সঞ্চয় আমার।
জান্নাত তোমাকে আরো দিলাম ভূবন ডাঙ্গার মেঘলা আকাশ, আমার বোতাম বিহীন ছেড়া শার্ট আর তুলার মতো ভেসেবেড়ানো এক আকাশ সাদা নীল মেঘ।
ওকে দেখা মাত্রই আমার হৃদয় ঘন্টা টুং টাং  আওয়াজে বাজতে শুরু করল। হয়তো জান্নাতের হৃদয়ের ঘন্টাটাও বেজেছিলো। না হলে আমারটা বাজতো না। যেমনটি গুণীজনেরা বলে গেছেন যে, একহাতে তালী বাজেনা। 

No comments:

Post a Comment

শুধু সন্তানের জন্য

 আমি চরম অসহায়। জীবন যুদ্ধে যার সাথে মাঠে নেমেছি  সেই আমার প্রতিদ্বন্দি। সে আর কেউ নয় আমার স্ত্রী। কেন বলছি কারন, আমার আয় করা টাকা থেকে বছরে...