But no ,? The problem became more apparent. Those were the ones who mediated our pairing. They began to retreat. I don't understand what they have in mind. The unbridled waves of the river of life began to ruin the decorated dream garden. There was no shortage of terrible lightning in the heart of the sky. The two strong legs that had been standing in the past were trembling.
Body, mind and soul began to be destroyed by
endless pain. The tears of the heart began to flow
with the eyes. The tongue of the heart began to
stop.
Finally, Jannat's father was busy reconnecting our
hearts. In this, of course, everyone in the family of
Jannat had a leading role. Our two families were
miraculously reunited. Became more and more
intimate. What's more, twenty new flowers bloomed
in the garden, the sweet song of the birds, the
cooing of the cuckoo.
The date remained as it was. Waiting minutes are
longer than hours.
So after a long wait, the sun of August 15th brought the message of the arrival of a new morning. In the midst of endless happiness in my heart, an unknown fear was haunting me. At last the waiting period was over and we became husband and wife. But now on one side I have the black dense sun of love and on the other side the blue cloud of suffering.
....................................................................................................
.....................................................................................................
কিন্তু না, ? সমস্যা আরো প্রকট অবস্থা ধারন করলো। আমাদের জোড়া দেয়ার মধ্যস্থতায় যারা ছিলো। তারা পিছু হটতে লাগলো। বুঝতে পারিনা তাদের মনে কি আছে।
জীবন নদীর লাগামহীন তরঙ্গ তছনছ করে দিতে লাগলো সাজানো স্বপ্নের বাগান। ভয়াবহ বজ্রপাতের ও কমতি ছিলো না হৃদয় আকাশে। থরথর করে কাপছিলো বিগত দিনের দাড়িয়ে থাকা শক্ত পা দুটো।
অন্তহীন যন্ত্রনায় পুড়ে ছারখার হতে লাগলো দেহ, মন, প্রান। হৃদয়ের রক্তাশ্রু চোখ দিয়ে ঝরতে লাগলো।থেমে যেতে লাগলো হৃদয়ের জিহ্বা।
অবশেষে জান্নাতের বাবাই পুনরায় আমাদের হৃদয় জোড়া দিতে ব্যস্ত হয়ে পড়লেন। এতে অবশ্য জান্নাতের পরিবারের ছোটবড় সকলের অগ্রনী ভূমিকা ছিলো। পুনরায় অলৌকিক ভাবে জুড়ে গেলো আমাদের দুটি পরিবার। হয়ে গেলো আরো ঘনিষ্ট থেকে ঘনিষ্টতর। ব্যস আর কি, বাগানে ফুটলো নতুন করে ফুলের কুড়ি, পাখিরদের মিষ্টি গান, কোকিলের কুহুকুহু শব্দে মুখোরিত।
তারিখ যা ছিলো তাই থাকলো। অপেক্ষার মিনিট ঘন্টার চেয়ে বড়। তাই অনেক প্রতীক্ষার পর ১৫ই আগষ্টের সূর্য নতুন সকালের আগমনী বার্তা নিয়ে এলো।
হৃদয়ের মাঝে অফুরন্ত সুখের মাঝে একটা অজানা ভয় খুড়ে খুড়ে খাচ্ছিলো আমাকে। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো আর আমরা হলাম স্বামী -স্ত্রী।
কিন্তু এখন আমার একপাশে ভালোবাসার কালো ঘন রোদ্দুর আর একপাশে কষ্টের নীল মেঘ।
No comments:
Post a Comment