Tuesday, May 5, 2020

জীবনের শুরু যেভাবে (05.05.2020)

আমি সাধারন পরিবারের একটি ছেলে। আমার বাবা ছিলেন একজন পোষ্টম্যান। মা গৃহিনী। আমরা তিন ভাই এক বোন। ছোটবেলা আমি থেকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুথি হয়েছি। আমাদের মতো নিম্মমধ্যবিত্ত পরিবারের অধিকাংশ সন্তান হয়তো আমার মতো এমন পরিস্তিতির স্বীকার হয় অথবা নাও  হতে পারে।
আমাদের মুসলিমদের প্রধান ধমীয় অনুষ্ঠান “ঈদ”। প্রায়ই ঈদে আমার মারাত্মক কোন না কোন রোগে ভুগতাম।পুরো রমজান মাস খুব আনন্দের সাথে রোজা রাখতাম। আরেকটা কথা আমি অনেক ছোট বেলা থেকেই ত্রিশ (৩০) রোজা সম্পন্ন করতাম। ঈদের ঠিক আগের রাতে আমার শরীর ধীরে ধীরে নেতিয়ে পড়তো। একবার ঈদে আমি এতোই অসুস্থ হয়ে পড়েছিলাম যে, চোখে সব কিছু ডাবল ডাবল দেখছিলাম।




 আমার জীবন খুবই কঠিন। আমার সম্পর্কে জানতে এবং আপনার জীবনকে সহজ করে তুলতে আমার সাথে যুক্ত থাকুন।                                               
..............................................................................................................................................................
The way life begins

I am a boy from a very ordinary family. My father was a postman. Mother is a housewife. We are three brothers and one sister. From a young age, I was confronted with the difficult realities of life. Most children in lower-middle-class families like ours may or may not accept such a situation.

The main religious event of our Muslims is "Eid". I often suffered from some serious diseases on Eid. I used to fast the whole month of Ramadan with great joy. Another thing is that I used to complete thirty (30) fasts from a very young age. On the night fust before eid, my body would slowly fall off. Once on Eid I got so sick that I could see everything in my eyes. 



My life is very difficult. Stay connected with me to learn about me and make your life easier.

No comments:

Post a Comment

শুধু সন্তানের জন্য

 আমি চরম অসহায়। জীবন যুদ্ধে যার সাথে মাঠে নেমেছি  সেই আমার প্রতিদ্বন্দি। সে আর কেউ নয় আমার স্ত্রী। কেন বলছি কারন, আমার আয় করা টাকা থেকে বছরে...