I wake up in the morning with so much pain. When I woke up and started drinking the beautiful beauty of the beautiful world, many blind people woke up and saw the darkness. He could only see a little in one eye, but he thought he was the happiest. But by the grace of God, I can't make you happy even with two healthy eyes. When I go for a walk, when my feet are injured by the sting of the alpin set in my shoes, I think and see how much I think in anger. Then how much I think in anger, how much I see. After a while, when I see that no one has two legs. Then I am delighted again. Alpin's wounded pain faded.
Find out if there is anyone in the world who can afford a shoe factory but can't afford to wear his own shoes.
If I don't feel happy myself, who will make me happy? Happiness may not be a matter of giving and taking. Happiness is a matter of feeling.
............................................................................................................................................................
সহজ করে ভাবুন
.............................................................................
সকালে কতই না কষ্ট নিয়ে ঘুম থেকে উঠি। যখন ঘুম থেকে উঠে সুন্দর পৃথিবীর অপরুপ সুধা পান করতে থাকি , তখনো অনেক অন্ধ ঘুম থেকে উঠে অন্ধকারই দেখলো। তিনি শুধু একটি চোখে অল্প অল্প দেখতে পেলেও হয়তো নিজেকে সেরা সুখি ভাবত। অথচ বিধাতার কৃপায় সুস্থ দুটি চোখ নিয়েও আমি আপনি সুখী হতে পারছি না। হাটতে গিয়ে জুতায় সেটে দেয়া আলপিনের খোচায় যখন পা ক্ষতবিক্ষত হয়, তখন রাগে ক্ষোভে কতো কি ভাবি, কতো কি দেখি। পরক্ষনেই যখন দেখি কোন এক ব্যক্তির দুটি পা্ নাই । তখন আবার নিজে নিজে পুলকিত হই। ম্লান হয়ে যায় আলপিনের ক্ষতবিক্ষত যন্ত্রনা।
খুজে দেখুন পৃথিবীর কোন এক কোনে এমন একজন থাকতেও পারে যার একটা জুতার ফ্যাক্টরি দেয়ার সামর্থ্য আছে অথচ নিজের জুতা পরার ক্ষমতা নাই।
আমি নিজে যদি সুখ অনুভব না করি তবে আমাকে কে সুখি করবে। সুখ হয়তো দেয়া নেয়ার বিষয় নয়। সুখ অনুভবের বিষয়।
No comments:
Post a Comment