Avoid vaccine rumors
How long does it take to prepare a vaccine .... ??? Let's look at the statistics of the last 50 years: - 1. Zika virus First detected = 1946. Vaccine discovery = research. Duration = 63 years rolled by, result Zero.
2. Chickenpox First detected = 1953. Vaccine discovery = 1995. Duration = 42 years.
3. Hepatitis B virus First detected = 1985. Vaccine discovery = 1971. Duration = 18 years.
4. Ebola virus
First detection = 197.
Vaccine discovery = 2019.
Duration = 43 years.
5. HIV virus (AIDS)
First detected = 1971.
Vaccine discovery = research.
Duration = 39 years, Result Zero ..
6. SARS virus
First detected = 2003.
Vaccine discovery = research has been canceled.
Duration = 18 years.
7. Mars virus
First detected = 2012.
Vaccine discovery = research.
Duration = 8 years rolled Result Zero. 8. Covid-19 (coronavirus) First detected = 2019 (December) Vaccine discovery = research Duration = keep thinking...
This COVID virus is the most dangerous virus that has invaded the world since its inception. It usually takes 8 to 20 years to develop a vaccine. And after a few hours, the newsfeed on Facebook did not flood because the vaccine was discovered. Bangladesh is now in the 3rd stage. Therefore community transmission has started.
If the social distance is not maintained now, coughing etiquette, change in eating habits, frequent hand washing, these will not take much time to reach the 4th stage. Then there will be wailing all around, no one will be found to take the body. Let's be aware. Save yourself, save your family. Save your country. Writing collected ...
.........................................................................................................................................................
ভ্যাকসিন গুজব এড়িয়ে চলুন
..........................................................................................................................................................
একটি ভ্যাকসিন প্রস্তুত করতে কত সময়ের প্রয়োজন....??? আসুন দেখে নেই বিগত ৫০ বছরের পরিসংখ্যান:-
১। জিকা ভাইরাস
প্রথম সনাক্ত = ১৯৪৭ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত।
সময়কাল = ৭৩ বছর গড়িয়ে গেছে, result Zero.
২। চিকেনপক্স
প্রথম সনাক্ত = ১৯৫৩ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = ১৯৯৫ সাল।
সময়কাল = ৪২ বছর।
৩। হেপাটাইটিস বি ভাইরাস
প্রথম সনাক্ত = ১৯৬৫ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = ১৯৮১ সাল।
সময়কাল = ১৬ বছর।
৪। ইবোলা ভাইরাস
প্রথম সনাক্ত = ১৯৭৬ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = ২০১৯ সাল।
সময়কাল = ৪৩ বছর।
৫। এইচ.আই.ভি ভাইরাস (এইডস)
প্রথম সনাক্ত = ১৯৮১ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত।
সময়কাল = ৩৯ বছর গড়িয়েছে, Result Zero..
৬। সার্স ভাইরাস
প্রথম সনাক্ত = ২০০৩ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণা ক্যানসিলড করা হয়েছে।
সময়কাল = ১৭ বছর।
৭। মার্স ভাইরাস
প্রথম সনাক্ত = ২০১২ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত।
সময়কাল = ৮ বছর গড়িয়েছে, Result Zero.
৮। কোভিড-১৯ (করোনাভাইরাস)
প্রথম সনাক্ত = ২০১৯ (ডিসেম্বর)
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত
সময়কাল = চিন্তা করতে থাকুন..
পৃথিবী সৃষ্টির পর থেকে আজ অবধী যতো ভাইরাস আক্রমন করেছে তার মধ্যে সবচেয়ে dangarous ভাইরাস এই (Covid 19) করোনা ভাইরাস। একটি ভ্যাকসিন ডেভেলপ করতে সচরাচর ৮ থেকে ২০ বছর সময়ের প্রয়োজন। আর সেখানে কয়েক ঘন্টা পর পর ভ্যাকসিন আবিষ্কার হয়েছে বলে ফেসবুকের নিউজফিড ফ্লাড কইরেন না। বাংলাদেশ এখন ৩য় স্টেজ এ অবস্হান করছে। অতএব কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। এখনই যদি সামাজিক দূরত্ব বজায় রাখা না হয়, কাশি শিষ্টাচার, খাদ্য অভ্যাসে পরিবর্তন, বার বার হাত ধৌতকরন, এইগুলো না মানা হলে ৪র্থ স্টেজ এ পৌছাতে আর বেশি সময় লাগবে না। তখন চারিদিকে থাকবে হাহাকার, লাশ নিয়ে যাওয়ার কোন লোক খুঁজে পাওয়া যাবে না। আসুন সচেতন হই। নিজে বাঁচি, নিজ পরিবারকে বাঁচাই। নিজের দেশকে বাঁচাই।
লেখা সংগৃহীত...
No comments:
Post a Comment